সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়া । মঙ্গলবার ( ১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি সাক্ষাৎ করেন। এসময় তারা দুই দেশের ব্যবসা -বাণিজ্য নিয়ে আলোচনা করেন। কসোভোর রাষ্ট্রদূত জানান, কসোভোর বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে কাজটি সহজ হতে পারে। এতে করে উভয় দেশের ব্যবসায়ীগণ বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসবে।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কসোভোর বিনিয়োগকারীদের বাংলাদেশের বস্ত্র ও পাটখাতে বিনিয়োগ করতে অনুরোধ জানান। মন্ত্রী বলেন, এটা সম্ভাবনাময় খাত। বাংলাদেশ কসোভোর বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।