আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

সংবাদচর্চা রিপোর্ট: নিজ নির্বাচনী এলাকায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে মন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেন। এসময় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন। রূপগঞ্জের উন্নয়নের ব্যাপারে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। কীভাবে আরো বেশি রূপগঞ্জের উন্নয়ন করা যায় সে ব্যাপারে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা চান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। যে কাজ বাকী রয়েছে সেগুলোর তালিকা চেয়েছেন মন্ত্রী। উপজেলা প্রশাসন মন্ত্রীকে সকল কাজের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন, মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জ উপজেলা পরিষদে পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।