আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর নির্দেশে যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান শাহীনের উদ্যোগে করোনাভাইরাসে কর্মহীন ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০মে) সকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঈদগাহ মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের একান্ত সচিব এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, তারাব পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।