আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয় পাইলেই ভয়- শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি স্কুলের অনুষ্ঠান গুলোতে বক্তব্য দেই না। এসকল জায়গায় বক্তব্য দেয়া একটা বোরিং (বিরক্ত) বিষয়। আজকে বক্তব্য দিবে শিক্ষার্থীরা। আমরা তাদের কথা শুনবো। ডায়াসে এসে বক্তব্য দেয়া ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাইলেই ভয় আসে। এই ভয় শব্দকে জয় করে সামনে এগিয়ে যেতে হয়।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের কালিরবাজার নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে শামীম ওসমান ২ জন শিক্ষার্থীকে ঢেকে ডায়াসে নিয়ে আসেন। তাদের বলায় হয় তোমরা যদি এমপি হতে নারায়ণগঞ্জের কোন সমস্যা দূর করতে? তখন রাজ প্রদীপ নামে এক শিক্ষার্থী বলেন, যানযট সমস্যা নিয়ে কাজ করতাম। তার পাশে আশরাফুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলের বড় ভাইয়েরা আমাদের বলে, আমরা তোমাদের বড় ভাই তোমরা আমাদেরকে ভাই বলবা। তারা আমাদের ¯েœহ না করে বড় ভাই দাবি করে। তারা যেন আমাদের সাথে খারাপ আচরণ না করে। বিদ্যালয়ের রাইমা সাহা নামে আরেক ছাত্রী বলেন, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা কমন রুম দরকার। যে খানে আমরা মেয়ে শিক্ষার্থীরা আমাদের ব্যক্তিগত কাজ গুলো করতে পারি। কেননা বিদ্যালয়ের টয়লেট গুলো পরিষ্কার নয়। তখন শামীম ওসমান বিষয় গুলো গুরত্ব দিয়ে বিদ্যালয় কমিটিকে দ্রুত সমাধান করার কথা বলেন।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, অধ্যক্ষ কমল কান্তি সাহা, কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, অনুপ কুমার সাহা, দেলোয়ারা বেগম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা নাজিম উদ্দিন প্রমূখ।

আরএইচ/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ