আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ভোটে সেনাবাহিনী মোতায়েন ইসির সিদ্ধান্তে হবে’

 

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন ‘ভোটে সেনাবাহিনী মোতায়েন ইসির সিদ্ধান্তে হবে। কারো চাওয়া না চাওয়ার ওপর নির্ভর করে সেনা মোতায়েন করা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৬ জন গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন সম্পূর্ণভাবে পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করছে। দরকার মনে না করলে সেনাবাহিনী আসবে না। আর এটা সম্পূর্ণভাবে ইসির ওপর ছেড়ে দিতে হবে।’

সব দলকে নির্বাচনে আনতে ইসি মধ্যস্থতার ভূমিকা নেবে কি না, এমন প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ‘আলোচনা, সংলাপ, মতবিনিময় হতে পারে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করতে নির্বাচন কমিশনের (ইসি) কোনো ভূমিকা নেই এবং নির্বাচন কমিশন এ নিয়ে কোনো রিস্ক নেবে না।’

নির্বাচনকালে চাপের মুখে পড়লে কী করবেন? সংলাপে অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটির সুযোগ নেই। কারো কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে সেটি আমাদের দুর্বলতা। এটি আমরা কখনোই কোনোভাবেই করব না। কারণ, আমাদের কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’

স্পন্সরেড আর্টিকেলঃ