নিজস্ব প্রতিবেদক:
গোগনগর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ভিজিএফ কার্ডের চাল বিতরন শুরু হয়েছে।
গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় শান্তিপূর্ন ভাবে চাল বিতরন কার্যক্রম চলছে।
বুধবার (৬ জুন) সকালে গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিজিএফ কার্ডের চাল বিতরন শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মাহবুবুর রহমান, ইউপি মেম্বার তোফাজ্জল হোসেন কাবিল, মোতালিব হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার তাহমিনা বেবী, লিপি আক্তার প্রমুখ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাজ্বী নওশেদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব-দুঃস্থ-অসহায় জনসাধারনের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক ভিজিএফ চাল ১০ কেজি হারে বিতরন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফের চাল বিতরনের কথা ছিল। তিনি আসতে না পারায় নওশেদ আলী চাল বিতরন করেন। আগামী ৭ জুন পর্যন্ত ৩ হাজার নারী ও পুরুষের মধ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরন করা হবে।