আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাড়া না দিলে চলে যা

সামিতুল হাসান নিরাক

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটি এবং লকডাউন থাকায় নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক মানুষ বাসা থেকে বের হতে পারছে না, জীবন জীবিকার দৈনন্দিন কাজও করতে পারছেন না। নারায়ণগঞ্জ ব্যবসায়ী অঞ্চল হওয়ায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। অনেক মানুষ হয়েছেন কর্মহীন। এর মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থের অভাব। এতে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা। এ পরিস্থিতিতে সর্বসাধারণের পক্ষে বাসাভাড়া দিয়ে নগর জীবনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
নগরীরতে প্রায় বেশীর ভাগ মানুষ ভাড়া বাসায় থাকে। তাদের মধ্য বড় একটা দল দিন আনে দিন খায়। মহামারিতে কর্মহীন হওয়ায় ঠিক সময়ে বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেনি। এই পরিস্থিতিতে অনেক বাড়ির মালিকরা বাড়ি ভাড়ার চাপ দিচ্ছে। এতে করে বাড়ি ভাড়া দিতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। করোনা ভাইরাসের কারণে দেশে বিভিন্ন জায়গা বাড়ি ভাড়া মওকুফের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জে তার ব্যতিক্রম চিত্র ‘থাকলে থাকো না থাকলে ভাগো’।
দেওভোগ এলাকার বাসিন্দা সায়মন আহমেদ সিয়াম নামে বলেন, করোনা ভাইরাসে সমস্তকিছু বন্ধ তাই কাজে যেতে পারি না। মা-বাবাকে নিয়ে কোনো রকম দুমুঠো খেয়ে বেচেঁ আছি। মাস শেষ হলেই মাথায় টেনশন চলে আসে বাড়ি ভাড়া কিভাবে পরিশোধ করবো। এদিকে বাড়ি ওয়ালা প্রায় এসে তাগাদা দিয়ে যায় বাড়ি ভাড়া দেয়ার জন্য। ভাড়া না দিলে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এই পরিস্থিতিতে কেউ বাসা ভাড়াও দিতে চায় না। সরকারের প্রতি আহব্বান তারা জাতে আমাদের মধ্যবিত্ত্বদের এই সমস্যার একটা ভালো সমাধান বের করে।
শহরের উত্তর চাষাঢ়ার এক বাসিন্দা বলেন, দুই মাসের বাড়ি ভাড়া পায় বাড়ির মালিক। অন্যান্য ভাড়াটিয়া যারা ভাড়া দিয়েছেন তাদেরকে ত্রাণ দিয়েছেন বাড়িওয়ালা। যারা ভাড়া দিতে পারেনি তাদের কে ত্রাণ তো দূরের কথা বাড়ি ওয়ালা বলেছে বাড়ি ছেড়ে চলে যা।
রফিউর রাব্বি বলেন, আমাদের দেশে বাড়ি ভাড়া মাফ করে দিয়েছে এমন বাড়িওয়ালাদের সাধুবাদ জানাই । কিন্তু সরকারের আসলে এখানে কোনো ভূমিকা নেই তারাই বা কি করতে পারে। তবে যারা একেবারেই ভাড়া দেওয়ার অযোগ্য তাদের চাপ না দিয়ে সময় দেয়া উচিৎ। তাছাড়া আমাদের দেশে প্রশাসনের কথা কি বলবো ! বহিরাগত দেশ গুলো ছাড়াও বিভিন্ন অঙ্গ রাজ্য গুলোতে সরকার এবং প্রশাসনের পক্ষথেকে বাড়ি ভাড়ায় চাপ না দেয়ার সুপারিশ করেছে। আমাদের দেশে এটা আশা করা যায় না।