আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভার্চুয়াল কোর্টে ১২টি মঞ্জুর

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের ভার্চুয়াল আদালতে ১৮টি মামলায় ১২টি মঞ্জুর করেছে আদালত। এ শুনানীতে ১৩জনের জামিন হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে জামিন শুনানী।

এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, করোনা প্রকোপের কারনে নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল কোর্ট পরিচালনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকেরও মামলা পরিচালিত হয়। আজ ১৮টি মামলার শুনানী হয়, যেখানে আদালত ১২টি মঞ্জুর করেন। এবং মঞ্জুরকৃত মামলা থেকে ১৩ জন আসামীর জামিন হয়।