আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ৩ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

ব্যবসায়ী নিখোঁজ

সোনারগাঁয়ে ৩ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

ব্যবসায়ী নিখোঁজ

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে গত ৩দিন ধরে রুহুল আমিন (৫৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। গত ২১ জানুয়ারী বাড়ি থেকে নিজ দোকান শান্তিনগর বাজারে যাওয়ার সময় নিখোঁজ হয়।
নিখোঁজ ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায় , ব্যবসায়ী রুহুল আমিন প্রতিদিনরাত ৯ থেকে ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে আসে। কিন্তু ২১ জানুয়ারী থেকে বাড়ি ফিরেনি। নিখোঁজ ব্যবসায়ীর আত্নীয় স্বজনদের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধ্যান না পেয়ে দিশেহারা পরিবারের লোক জন।
নিখোঁজ রুহুল আমিনের মেয়ে লাখি বলেন, আমার বাবা একজন সহজসরল মানুষ, চলার পথে কারো সাথে কথা কাটাকাটি হয়েছে বলে আমার মনে হয় না,আমার বাবার কোন শত্রু নেই। লাখি আরো জানান,আমার একমাত্র ভাই এনায়েতউল্লাহ বিদেশে থাকে,আমাদের সংসারেও কোন ব্যাপার নিয়ে আমার বাবার সাথে কারো মন মালিন্য হয়নি। আমার একটাই চাওয়া, আমার বাবাকে ফিরেপেতে চাই। বাবা ফিরে আসলে আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে।
নিখোঁজ ব্যবসায়ী রুহুল আমিন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও পাঁচকানিরকান্দি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মোর্শেদ আলম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।