আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন

বৈশাখী মেলা

বৈশাখী মেলা

 

বন্দর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বন্দরে শুভ বাংলা নববর্ষ পালিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি মদনগঞ্জ ঘুরে ফরাজিকান্দা হয়ে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে গ্রামীন খাবার পরিবেশন করা হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী নেতৃত্বে মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার শাহীনা শবনম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশীদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদ্যস আবুল জাহের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর থানার অফিসার ইনর্চাজ শাহীন মন্ডল, কৃষি কর্মকর্তা ড. মোস্তফা এমরান, মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা এসএম মোক্তার হোসেন, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, সাবেক মহিলা কাউন্সিলর ইশরাত জাহান খান স্মৃতি ও ইফরাত আরা মায়াসহ বন্দর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে।
বৈশাখী মেলার শুভ উদ্ধোধন করেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশীদ। উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগরসহ মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বাংলা নতুন বছরের প্রথম দিনে অর্টিজম তথা প্রতিবন্ধী যুবক ও কিশোরের হাতে নতুন পোশাক তুলে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বন্দর প্রেসক্লাব। শনিবার (১৪ এপ্রিল) সকালে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে অর্টিজম প্রতিবন্ধী রাব্বি মিয়া, রাজু আহমেদ ও ফারুককে নিয়ে পান্তা রুই খাওয়ার পর তাদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়। বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনয়নের সাধারণ সম্পাদক, ডিবিসি চ্যানেল ও যুগান্তরের সাংবাদিক রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর মদনগঞ্জ প্ল্যান্টের প্রডাকশন ম্যানেজার এ জেড আরজু। এ সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলীম, সহ সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক এস এম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাসিরউদ্দিন, নির্বাহী সদস্য জিএম মজনু, সদস্য দ্বীন ইসলাম দীপু, শহিদুল ইসলাম শিপু, শাহজাহাল, হৃদয় প্রমুখ। এদিকে এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে বন্দরে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি আয়োজন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেৃতৃন্দ।