আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া প্রায় অর্ধশত স্বাস্থ্যকর্মীদের বেতন আটকে রয়েছে এক বছর ধরে। এসকল বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আউটসোসিং স্বাস্থ্যকর্মী এসোসিয়েশন নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করেন তারা।

মানববন্ধনে স্বাস্থ্যকর্মীরা বলেন, জেলা স্বাস্থ্যবিভাগের অধীনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কাজ করলেও গত এক বছর যাবত ঠিকাদার বেতন পরিশোধ করছে না। এর ফলে অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে পাঁচজন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে করেনায় আক্রান্ত হয়েছেন।

বিনা পারিশ্রমিকে দীর্ঘ ১ বছর ধরে মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসলেও ঠিকাদাররা বেতন পরিশোধ করবে বলে বছর পার করে দিয়েছে।

নারায়ণগঞ্জ আউটসোসিং স্বাস্থ্যকর্মী এসোসিয়েশনের সভাপতি আল ইমরান জানান, বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনকে লিখিতভাবে আবেদন করলেও এর কোন সমাধান হয়নি। কবে নাগাদ বেতন মিলবে এ ব্যাপারেও কোন স্পস্ট নির্দেশনা দেয়া হয়নি তাদের।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আল ইমরানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমা বেগম ও সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র দেবনাথ।