আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়ার মুক্তির দাবীতে না.গঞ্জে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট
শহীদ বুদ্ধিজীবিদের প্রতি অতল শ্রদ্ধা জানিয়ে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।

১৪ ডিসেম্বর (শনিবার) দুপুরে নগরীর ২নং রেল গেইট এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি নাসিক কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খন্দকারের নেতৃত্বে বিক্ষোভে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগ দিতে থাকেন। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে বেগম জিয়ার সকল মিথ্যা মামলার প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

নেতাকর্মীদের দাবী বর্তমান অবৈধ সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য নেত্রীকে কারারুদ্ধ করে রেখেছেন। সরকার বিএনপিকে ভয় পায় বিধায় আজ তারা বিচার ব্যবস্থার উপরও নিয়ন্ত্রন নেওয়ার চেষ্টা করছে।