আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃ‌ত্তি পেলো সাফিন মোল্লা

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় অব‌স্থিত আদর্শ শিশু সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের ছাত্র এফ এ সা‌ফিন মোল্লা প্রাথ‌মিক সমাপনী পরীক্ষায় ট‌্যা‌লেন্টপু‌লে বৃ‌ত্তি পে‌য়ে‌ছেন। সে  ২০১৯ সালের প্রাথ‌মিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। সে জিপিএ- ৫ পে‌য়েছে । এফ এ সা‌ফিন মোল্লা সর্বমোট ৫৮৮ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সা‌ফি‌নের আরো সাফ‌ল্যের জন‌্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।