আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীমার চেক প্রদান করলেন বস্ত্র ও পাট মন্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট:

যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর  গ্রাহক মরহুম হুমায়ুন কবির মোল্লার মৃত্যুদাবি ৫ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শুক্রবার বিকালে মুড়াপাড়া গাজী অডিটোরিয়ামে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে চেব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জুলফিকার আলী,সুমন কুমার সাহা, জাকারিয়া বিন আশরাফ, মাসুদ রানা প্রমুখ।