সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় গঠিত জেলা প্রশানের তদন্ত কমিটি সোমবার গণশুনানীর আয়োজন করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সংবাদচর্চায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করে জেলা প্রশাসন। এতে বলা হয়েছে, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এই গণশুনানী অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহের ববি।