সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ- সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৩ জন নেতাকর্মীকে অপরাধী সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল এবং আদালত সেই চার্জশীট গ্রহণ করে অন্য আদালতে স্থানান্তর করেছেন।
নারায়ণগঞ্জের সদর মডেল থানার বিস্ফোরক মামলায় এই চার্জশীট দাখিলের পর ১ নভেম্বর সেই চার্জশীট গ্রহণ করে অন্য আদালতে স্থানান্তর করেছেন।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। সেই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সদর মডের থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। চার্জশীটভুক্ত আসামীরা হলেন নূর এলাহী সোহাগ, মো: স্বপন মিয়া, মোঃ মামুন হোসেন, মোঃ মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, কাজী মনিরুজ্জামান মনির, অধ্যাপক মামুন মাহমুদ, এটিএম কামাল হোসেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মাসুকুল ইসলাম রাজীব, জিয়াউর রহমান জিয়া, মনিরুল ইসলাম সজল, মশিউর রহমান রনি, অহিদুল ইসলাম ছক্কু, আবু আল ইউসুফ খান টিপু, মঞ্জু, আকরাম প্রধান, মাহমুদুল হাসান লিংকন, মন্টু মেম্বার, মোঃ হোসেন কাজল, মোঃ মোস্তফা খান, মোঃ রুহুল আমিন সিকদার ও আব্দুর রহমান বিশ্বাস।