আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎস্পৃষ্ঠে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁ পৌর এলাকার কৃষ্ণপুরা এলাকায় রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে অর্পন চক্রবর্তী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত অর্পন চক্রবর্তী সোনারগাঁ পৌরসভার কৃষ্ণপুরা এলাকার কুমকুম চক্রবর্তীর ছেলে ও সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। করোনা সংক্রমনের কারনে কলেজ বন্ধ না থাকলে সে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
অর্পন চক্রবর্তীর পারিবারিক সূত্র জানা গেছে, সোনারগাঁ উপজেলার পল্লী বিদ্যুৎতের একটি খুটির তারের সংযোগ অন্য আরেকটি খুটিতে তাদের ঘরের চালার উপর দিয়ে টেনে নেয়ায় বাতাসে টিনের চালার সঙ্গে বিদ্যুৎতের তারের ঘর্ষণে তার লিকেজ হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় অর্পনের ছোট বোন বাড়ির আঙ্গিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে সে প্রথমে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় ছোট বোনকে বাচাঁতে গিয়ে অর্পন চক্রবর্তীর মৃত্যু হয়। এঘটনায় কৃষ্ণপুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। অর্পন চক্রবর্তীর পরিবারের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারনে বিদ্যুতায়িত হয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় তার স্বজনরা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

স্পন্সরেড আর্টিকেলঃ