আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির নোংড়া রাজনীতি করছে- সেতু মন্ত্রী

বিএনপির নোংড়া রাজনীতি করছে

বিএনপির নোংড়া রাজনীতি করছে

 

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নোংড়ামি রাজনীতি করেছে বিএনপি। বিএনপির ঈদ পরবর্তী সর্বাত্মক আন্দোলন ঈদের পরে এসে কোটা আন্দোলনের কাঁদে সওয়ার হয়েছে। মন্ত্রী জানান, জামায়াতের নিবন্ধন বাতিল বিষয়টি আদালতে রয়েছে। এই বিষয়টি নির্বাচন কমিশনার দেখবে। মন্ত্রী জানান, জামায়াতের নিবন্ধন বাতিল বিষয়টি আদালতে রয়েছে। এই বিষয়টি নির্বাচন কমিশনার দেখবে।
সেতু মন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদুল আযহায় যানজট নিরসনের সাথে সাথে সড়ক দুর্ঘটনা কমানো সরকারের প্রধান টার্গেট। মহাসড়কের দু পাশে যত্রতত্র কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবেনা। মন্ত্রী আগামী ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় মন্ত্রী বলেন সড়ক দুর্ঘটনার বিষয়টি এড়ানো যাচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, গত ঈদে মন্ত্রনালয়ের মনিটরিং ব্যবস্থা দুর্বল ছিল। এবার মনিটরিং ব্যাবস্থা জোরদার করার তাগিদ দেন মন্ত্রী। ফিটনেসবিহীন যানবাহন চলাচলে নিষিদ্ধ করার নির্দেশ দেন মন্ত্রী। ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে পচনশীল দ্রব্য, ওষুধ ও রফতানিমুখী পোষাকবহনকারী ছাড়া ভারি পরিবহন চলাচল বন্ধ থাকবে।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নজরুল ইসলাম, বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ, নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, পুলিশের ডিআইজি হাইওয়ে আতিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ