সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেটে বিআরটিসির বাস চাপায় ৬০ বছর বয়সী শাহানাজ নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে দুই পা হারিয়েছেন । পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৮শে জুলাই দুপুর ১২ টার দিকে শহরের ২নং রেলগেট বিআরটিসির বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহানাজকে চিকিৎসার জন্য প্রথমে নারায়ণগঞ্জ ১’শ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, ২ নং রেলগেইট এলাকা রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হয়েছেন। এসময় ঘাতক বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নারায়ণগঞ্জ সদর থানা ওসি আসাদুজ্জামান জানান, আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন। আমরা ঘাতক বাসটি আটকে রেখেছি। কিন্তু অভিযুক্ত বাস চালককে এখনও আটক হয়নি। তাকে আটকের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।