আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধ থাকা কারখানা পুনরায় চালু করতে মাঠে নেমেছেন বস্ত্র ও পাট মন্ত্রী

বন্ধ থাকা কারখানা

নবকুমার: নবনিযুক্ত বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক দেশে বন্ধ থাকা পাট কল ,সুতার কারখানা পুনরায় চালু করতে মাঠে নেমেছেন। মন্ত্রী কারখানার মালিকদের সাথে যোগাযোগ করছেন। বিভিন্ন বন্ধ থাকা কারখানা পরির্দন করছেন। মালিক দের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

শনিবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে বন্ধ থাকা নান্নু স্পিনিং মিলস পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী । গত বছর ৩০ ডিসেম্বর বৈদ্যতিক সট সার্কিটে ওই কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় নান্নু স্পিনিং মিলের মালিক। বন্ধ হয়ে যায় কারখানা। কারখানা টি পুনরায় চালু করতে মন্ত্রী বিভিন্ন ধরণের দিকনির্দেশনা দিয়েছেন কারখানার মালিককে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন প্রমুখ।

জানা গেছে নারায়ণগঞ্জ সহ সারা দেশে বন্ধ থাকা কারখানা গুলো চালু করতে মালিক পক্ষ কে উ’সাহিত করতে গোলাম দস্তগীর গাজীর পরিদর্শনের ধারা অব্যাহত থাকবে ।