আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে মোল্লা সল্টের শ্রমিক নিখোঁজ

গ্লোব কারখানায় অগ্নিকান্ড

বন্দরে মোল্লা সল্টের

 

বন্দর প্রতিনিধি:
মোল্লা সল্টের লেবার বাবুল খান (৬০) নিখোঁজ হয়েছে। গত ৩০ জুন শনিবার ভোর ৬টায় বন্দর থানার মদনগঞ্জ পিএম রোডাস্থ তার নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি।
সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে নিখোঁজ শ্রমিকের কোন সন্ধান পায়নি তার আত্মীয় স্বজনরা।
নিখোঁজ ঘটনার ৪ দিন অতিবাহিত হওয়ার পর এ ব্যাপারে বুধবার দুপুরে নিখোঁজের ছেলে সুমন খান বাদী হয়ে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১৪৯ তাং- ৪-৭-২০১৮ইং।
জানা গেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ পিএম রোড এলাকার সুমন খানের পিতা বাবুল খান র্দীঘ দিন ধরে মোক্তারপুরস্থ মোল্লা সল্ট কারখানায় লেবারে কাজ করে আসচ্ছে। শারীরিক দূর্বলতার কারনে গত ২৮ জুন মোল্লা সল্ট কর্তৃপক্ষ বাবুল খানকে কাজ থেকে বিদায় করে দেয়। শ্রমিক বাবুল খান কাজ চলে যাওয়ার বিষয়টি তার পরিবারের কাছে গোপন রাখে। পরে ৩০ জুন শনিবার ভোর ৬টায় বাবুল খান তার বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি।