নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে বন্দর সোনাকান্দা এলাকায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুটির শিল্প প্রশিক্ষণ মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী সালমা চৌধুরী, বন্দর তথ্য ও সেবা কর্মকর্তা সালমা আক্তার ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। এসময় স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতা মোঃ শহিদুল ও মানব কল্যাণ পরিষদের সদস্য শাহ জামাল।
বক্তারা বলেন , নারী উন্নয়নে অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ সরকার। মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ পুরুষ নির্যাতন প্রতিরোধে সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।