আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা

বিষ প্রয়োগ

বিষ প্রয়োগ

 

বন্দর প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শাহাজালাল মৎস খামারে বিষ প্রয়োগ করে ১৫ লাখ টাকা বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত ৮ মে রাতে যে কোন সময়ে বন্দর কলাবাগ এলাকায় এ মাছ হত্যার ঘটনাটি ঘটে। বিষ প্রয়োগ করে মাছ হত্যার ঘটনার ৩ দিন পর এ ব্যাপারে খামার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, বন্দর থানার দক্ষিন কলাবাগ এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে আলী আহাম্মদ মিয়া বাড়ীর পাশে একটি ৫ বিঘা পুকুর লিজ নিয়ে র্দীঘ দিন মৎস চাষ করে আসচ্ছে।
এ সুবাধে একই থানার জামাইপাড়া এলাকার মৃত সালাম মুন্সী ছেলে প্রতিপক্ষ শফিকুল মিয়ার সাথে র্দীঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। গত ৮ মে রাতে যে কোন সময় প্রতিপক্ষ শফিকুল মিয়া ক্ষিপ্ত হয়ে শাহাজালাল মৎস খামারে বিষ প্রয়োগ করলে এতে করে খামারে থাকা প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে । এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মৎস মালিক মাছ হত্যার ঘটনার ৩ দিন পর বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।