বন্দর প্রতিনিধি:
নামাজ আদায়ের জন্য বাড়ী থেকে বের হয়ে হাজ্বি মোঃ বোরহান উদ্দিন (৫৮) নামে এক ভারসাম্যহীন প্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার দুপুরে বন্দর থানার র্কোটপাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজাখুজি করে ভারসাম্যহীন বৃদ্ধার কোন সন্ধ্যান পায়নি তার পরিবার।
এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে বুধবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। নিখোঁজ বৃদ্ধা হাজী মোঃ বোরহান উদ্দিন বন্দর র্কোটপাড়া এলাকার মৃত আলহাজ্ব মোঃ ফজলুল করিম মিয়ার ছেলে। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারের জন্য বন্দরে বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।