আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবাসহ আটক ৩

বন্দরে ২ নৈশ প্রহরী হত্যা

বন্দরে ইয়াবাসহ আটক

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে বন্দর থানার মদনগঞ্জ ও সোনাকান্দা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন (৫৫) এর কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ও অপর ইয়াবা ব্যবসায়ী নূরুল হক (৩০) ও জাহিদুল ইসলাম (৩২) এর কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা-৩৮(৭)১৮ ও ৩৯(৭)১৮।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মদনগঞ্জ নয়াপাড়া এলাকার জাপা নেতা হাজী পিয়ার আলী মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মোহাম্মদ হোসেন ও ফতুল্লা থানার টাগরপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম ও একই থানার কাশিপুর এলাকার রিয়াজ উদ্দিন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী নূরুল হক। ধৃতদের যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।