আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু কৃষি পদক পেলেন আড়াইহাজারের কৃষি অফিসার আব্দুল কাদির

বঙ্গবন্ধু কৃষি পদক

 বঙ্গবন্ধু কৃষি পদক

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার (১৪২৩ বাংলা ) পদক পেলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মাদ আব্দুল কাদির। বৃহস্পতিবার (১ মার্চ) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার পদক লাভ করায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত: মোহাম্মদ আব্দুল কাদির গত বছর আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে রেকর্ড স্থাপন এবং বানিজ্যিক ভিত্তিতে রপ্তানি যোগ্য শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখেন। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত নানামুখী কর্মসূচী -আউশ প্রণোদনা, সরিষা প্রণোদনা, কৃষি মেলা, ফলদবৃক্ষ মেলা, রাজস্ব ও বিভিন্ন প্রকল্পাধীন বিভিন্ন প্রদর্শনী, প্রশিক্ষন, মাঠদিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমন বাস্তবায়নে তার দক্ষতা ও মেধার স্বাক্ষর স্থাপন করেন। তার গ্রামের বাড়ী জামালপুর জেলায়।

স্পন্সরেড আর্টিকেলঃ