যশোরে বক্সের খাটে অভিনব কায়দায় ফেনসিডিল পাচার
মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বক্সের খাটের বিভিন্ন অংশে ও শোকেসের কাঠের ভেতরে অভিনব কায়দায় সাজানো ফেনসিডিল! এভাবেই বক্স খাট ও শোকেসের মাধ্যমে ফেনসিডিল পাচারের প্রস্তুতি চলছিল। এমন সময় হানা দেয় র্যাব সদস্যরা।
মাদক বিক্রেতা মা ও ছেলেকে আটক এবং উদ্ধার করা হয় ফেনসিডিল। রোববার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার লাউতারা সরদারপাড়ায় এ ঘটনা ঘটেছে।
আটক দু’জন হলো, শার্শার লাউতলা সরদারপাড়ার জয়নাল সরদারের স্ত্রী জয়নুর বেগম (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২২)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন শার্শার লাউতারা সরদারপাড়া গ্রামের মাঠপাড়ায় ফেনসিডিল বেচাকেনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী রতœা মঞ্জিলে অভিযান চালায়। এসময় ওই বাড়ির তত্ত্বাবধানে থাকা রতœার মা জয়নুর বেগম ও মাসুদ রানাকে আটক করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বক্স খাটের বিভিন্ন অংশ ও শোকেসের কাঠের ভেতর থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২ বোতল ফেনসিডিল। খাট ও শোকেসের মাধ্যমে এই ফেনসিডিল পাচারের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
তবে অভিযানকালে শার্শার কন্যাদহ গ্রামের রথি মোল্লার ছেলে হাসানুজ্জামান হাসান ও নূর ইসলামের ছেলে আসানুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।