আজ শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীতে মাদক ব্যবসায়ী আওলাদ গ্রেফতার

ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ফেরী ঘাটের পূর্ব পাড়ে সুমনা ষ্টোরের সামনে থেকে মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ২০ সেপ্টেম্বর) সোয়া ৫ টার দিকে র‌্যাব-১১ (সিপিএসসি, নারায়ণগঞ্জ) মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের বাজার মূল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা।আসামির বাড়ি গোপালনগরে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। আসামীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।