আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তাবলীতে টেঁটাসহ মঞ্জু খাঁ গ্রেফতার

ফতুল্লার বক্তাবলীর উত্তর গোপাল নগরে মঞ্জুর খাঁ’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ৬০টি টেঁটা উদ্ধার করা হয়েছে।

বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে বক্তাবলী থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে ফতুল্লা মডেল থানায় ইয়ানুস মন্ডল বাদী হয়ে মোতালেব খা, কাদির সিপাই, সালাম সিপাই, বিল্লাল, মন্নেক খা, মঞ্জু খা, মহিউদ্দিনসহ ১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা আকবর নগর এলাকার সন্ত্রাসী সামেদ আলী হাজী ও রহিম হাজীর লোকজন বলে জানিয়েছে স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার এসআই আমজাদ হোসেন বলেন, শনিবার সকালে বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। রোববার দুপুরের দিকে মামলার ৬ নং আসামী মঞ্জু খা’কে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজতে থাকা ৬০টি টেঁটা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ মো. আসলাম হোসেন বলেন, মারামারির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা যে করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।