আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেন্সিডিল কারবারির ১দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, না’গঞ্জ
বন্দর এলাকায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া রমজান আলী (৩২) নামে এক মাদক কারবারিকে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুননাহার ইয়াসমিনের আদালতে ১দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডকৃত রমজান আলীর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারি বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন চেকপোস্টে এই ঘটনা ঘটে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তারকৃত রমজান দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় প্রাইভেটকারে বিশেষ স্থানে লুকিয়ে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ, ঢাকা এবং আশেপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করতো।

আরকেএন/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ