সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ মহানগরে ফুটপাত হকার মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ মাঠে নেমেছেন। সম্প্রতি তিনি হকারদের সড়ক থেকে উচ্ছেদ করেছেন।
হকার উচ্ছেদ কে কেন্দ্র করে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় বিভিন্ন ধরণের সংবাদ প্রকাশিত হয়েছে। অধিকাংশ পত্রিকায় হকার সমস্যা কে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হকার উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ।
গতকাল ফুটপথ হকার মুক্ত রাখতে চাষাঢ়া শাহীদ মিনার রেলগেট সহ নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বেশ কয়েকটি সড়কে হকার বসতে দেখতে পান। হকারদের কে পুলিশ সুপার বুঝিয়ে সড়ক থেকে উচ্ছেদ করেন। তবে গতকাল ফুটপাত ছিলো অনেকটা হকার মুক্ত।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, এডিশনাল এসপি মনিরুল ইসলাম , নূরে আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান ।