আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফার্মেসীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফার্মেসীর

ফার্মেসীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাফার্মেসীর

সংবাদচর্চা ডেস্ক :অবৈধ মেয়াদোর্ত্তীন  ঔষধ বাজারজাতকরণ, লাইসেন্স বিহীনভাবে ব্যবসা পরিচালনা করার অভিযোগে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় তিনটি দোকানে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে শিবু মাকেট এলাকায় পশ্চিম লামাপাড়ার মা ফার্মেসী, মদিনা ফার্মেসী এবং শাহ মেডিক্যাল ফার্মেসীকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারাওয়াত মেহজাবিন জানান, ড্রাগ আইন অনুযায়ী তিনটি দোকানকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান আমাদের অব্যহত থাকবে। আগামী ১ থেকে দেড় মাস ড্রাগ এক্টের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ