আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরিদপুর বিভাগ হবে এবং প্রয়োজনে দ্বিতীয় পদ্মাসেতু: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসতে না পারলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আপনারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। অথচ বিরোধীরা ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাট করে। আমরা আবার যদি ক্ষমতায় আসি, পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর প্রয়োজন হলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করে দেব।

গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফরিদপুরকে মানুষ ঠাট্টা করে ফকিরপুর বলত এখন আর কেউ ঠাট্টা করতে পারে না। ফরিদপুর এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ করা হবে।

তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৮ এই সময়ের মধ্যে সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে তার অংশীদার ফরিদপুরবাসীও আপনারাই জানেন কিভাবে এ এলাকার উন্নয়ন করেছি। আমরা যখন এসেছি তখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। আপনারা আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সুযোগ দিন।

শেখ হাসিনা বলেন, ‘ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। অব্যাহত থাকবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রুখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মানুষ যেন জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকে- এ জন্য আপনারা কাজ করবেন।’

বিজয়ের মাসে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে বলেন, আমি নৌকা মার্কায় যাকেই, যেখানে প্রার্থী করেছি তাদের সবাইকে ভোট দেবার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা। আরেকবার দেশ সেবার সুযোগ এবং উন্নয়নের ধারবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।