সংবাদচর্চা রিপোর্ট:
গত ১৬ মে বিকালে ফতুল্লা থানাধীন মধ্য রসুলপুরস্থ তারা মিয়ার রিক্সার গ্যারেজে জুয়া খেলার অপরাধে থানার এসআই/ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন , গোলাপ (৪০), পিতা- মোঃ রশিদ মিয়া স্থায়ী : গ্রাম- পরমসি মৌজা, থানা- ইটনা, কিশোরগঞ্জ, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (জাহিদ এর বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, ২. আব্দুল্লাহ (৩০), পিতা- মিছির আলী স্থায়ী : গ্রাম- গােপদিঘী (গোগদিঘী) , থানা- মিঠামাইন, কিশোরগঞ্জ, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, ৩. আরিফ হোসেন (৩৫), পিতা- হাকিম বেপারী স্থায়ী : গ্রাম- পশ্চিম রসুলপুর, থানা- ফতুল্লা, ৪. মানিক (৩২), পিতা- মৃত আঃ রহিম স্থায়ী : গ্রাম- পশ্চিম রসুলপুর, থানা- ফতুল্লা, ৫. রিপন (৪৫), পিতা- মোকছেদ বেপারী স্থায়ী : গ্রাম- মধ্য রসুলপুর, থানা- ফতুল্লা, ৬. সিদ্দিক (৪৫), পিতা- আঃ হক আকন্দ স্থায়ী : গ্রাম- আউলিয়াপুর, থানা- পটুয়াখালী সদর, পটুয়াখালী, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (হোসেন মাওলানার বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, ৭. কালাম (৪০), পিতা- শেখ আব্দুল্লাহ হক স্থায়ী : গ্রাম- বাসুদেবপুর, থানা- মনিরামপুর, যশোর, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (খালেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, ৮. রাসেল (৩৮), পিতা- মৃত আজমত আলী স্থায়ী : গ্রাম- মাদারের চর (মাদারচর), থানা- বকশীগঞ্জ, জামালপুর, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (বিউটির বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, ৯. মোঃ ফয়সাল (৩৫), পিতা- মৃত আলী বেপারী স্থায়ী : গ্রাম- মধ্য রসুলপুর, থানা- ফতুল্লা, ১০. রুবেল (২২), পিতা- মানিক স্থায়ী : গ্রাম- মধ্য রসুলপুর (আলী মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, ১১. সোহেল (৪৫), পিতা- মৃত শাহাদৎ আলী বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (শান্তর বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, নারায়নগঞ্জ, ১২. মোঃ মজিবর (৫০), পিতা- মৃত মোন্তাজ সিকদার স্থায়ী : গ্রাম- আউলিয়াপুর, থানা- পটুয়াখালী সদর, পটুয়াখালী, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (মোন্তাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) , থানা- ফতুল্লা, ১৩. জাকির (৪৪), পিতা- আনু মুন্সি স্থায়ী : গ্রাম- বজুরীখেলা (বুজুরীখোলা), থানা- কঁচুয়া, চাঁদপুর, বর্তমান : গ্রাম- মধ্য রসুলপুর (হোসেন মাওলানার বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা । তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।