আজ বুধবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গিয়ার টাচ গ্যারেজের উদ্বোধন

ফতুল্লা প্রতিনিধি
গিয়ার টাচ গ্যারেজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় গ্যারেজটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্যারেজের মালিক রাকিবুল হাসান মিথুন, ফতুল্লা বাইক রাইডার্সের এডমিন মো. ডেভিড, মডারেটর অনি মাহমুদ, এফসিবি এডমিন মো. তাজমুল হক, দেলোয়ার প্রোপাইটিজ লিমিটিডের ডিরেক্টর মো. মারুফ হোসেন, নারায়ণগঞ্জ কথা অনলাইনের ফতুল্লা প্রতিনিধি শেখ কাউছার ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান প্রমূখ।

এসএমআর/এসএমআর