আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় গার্মেন্টস ব্যবসায়ী গ্রেফতার

৪৫ লাখ টাকার চেক ডিজঅর্নার মামলায় গার্মেন্টস ব্যবসায়ী পাভেল মাহমুদকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লায় তার অফিস থেকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন । তিনি জানান ,আসামিকে আজ তার অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

গ্রেফতারকৃত পাভেল মাহমুদ ফতুল্লার মাসদাইর কবরস্থান এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে বিসিক শিল্পনগরীর প্রমিনেন্স নীটওয়্যার নামক একটি গার্মেন্ট ফ্যাক্টরির মালিক।

এদিকে আজ আসামিকে কোর্টে চালান করে দেয়ার পরে জামিন পেয়েছে।