আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ আলীর কারিশমা

ফতুল্লায় ইয়াবা ও হেরোইন

 

ফতুল্লা প্রতিনিধি:
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধি অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৮ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসর এএসআই রফিকুল ইসলাম জানান, ফতুল্লা থানা পুলিশের একটি টীম গত মঙ্গলবার রাতে দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাওন ওরফে ডাকাত শাওন (৩০) কে গ্রেপ্তার করেছে। সে দাপা ইদ্রাকপুর জোরপুল এলাকার মো. বাদল মিয়ার ছেলে।
অপরদিকে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত মঙ্গলবার বিকালে ফতুল্লার চাষাড়া আর্মি মার্কেট এলাকায় ২৮ পুরিয়া হেরোইনসহ সিরাজুল ইসলামের ছেলে মিলন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে।
তাদের আরেক টীম গত মঙ্গলবার বিকেল ৫টায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দাপা ইদ্রাকপুর এলাকা থেকে মৃত আলিনুর বেপারীর ছেলে উজ্জল হোসেন (২৯) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।