আজ শুক্রবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার বাড়ৈভোগ রাধাকৃষ্ণ মন্দিরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অধিবাস অনুষ্ঠান শুরু

ফতুল্লার বাড়ৈভোগ রাধাকৃষ্ণ মন্দিরে

ফতুল্লার বাড়ৈভোগ রাধাকৃষ্ণ মন্দিরে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অধিবাস অনুষ্ঠান শুরুফতুল্লার বাড়ৈভোগ রাধাকৃষ্ণ মন্দিরে

ফতুল্লা সংবাদদাতা : আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ফতুল্লার বাড়ৈভোগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসবের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি বাবু চন্দন শীল।

শুভ অধিবাস অনুষ্ঠান পরিচালনা করবেন, নারায়ণগঞ্জ কাচারী গলির গোপাল জিউর সমপ্রদায়। অষ্ট প্রহর ব্যাপী হরিনাম সূধা পরিবেশন করবে বরিশালের শ্রী গৌর ভক্ত সম্প্রদায়, শ্রী মহামায়া সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী রায় বিনোদনী সম্প্রদায়, মাদারীপুরের শ্রী নব বিবেকানন্দ সম্প্রদায় ও স্থানীয় শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রণজিত মন্ডল জানান, পহেলা মার্চ বৃহস্পতিবার সকালে গীতা পাঠ দুপুরে ভোগ আরতি বিকাল চারটায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি এম. সাইফউল্লাহ্ বাদল সভাপতি ফতুল্লা থানা আওয়ামীলীগ, চেয়্যারম্যান কাশীপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী পরিতোষ কান্তি সাহা, কমান্ডার গোপীনাথ দাস, আলহাজ্ব এম শওকত আলী, আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, শ্রী শংকর সাহা, শ্রী সুজন কুমার সাহা, শ্রী শিখন সরকার শিপন, শ্রী প্রদীপ কুমার দাস, শ্রী লিটন চন্দ্র পাল, শ্রী তপন চন্দ্র সাহা ও শ্রী প্রদীপ দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী দিলীপ কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী বিশ্বনাথ মন্ডল।

স্পন্সরেড আর্টিকেলঃ