আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপিকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ নভেম্বর বিকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে তিনি এ সংবর্ধনা প্রদান করেন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান , বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সংবর্ধনা পাওয়ায় রূপগঞ্জে গাজীর অনুগতরা বেশ উজ্জিবিত।

সর্বশেষ সংবাদ