আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পৌরবাসীকে ছেড়ে যাননি


সংবাদচর্চা রিপোর্ট:

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। এরপর নারায়ণগঞ্জ করোনার হটজোনে পরিণত হয়। রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভাও করোনার হটজোন ছিলো। লকডাউন করে দেওয়া হয়েছিলো রূপগঞ্জ উপজেলা জুড়ে। করোনার সময় পৌর এলাকার অনেক পরিবার অনাহারে ছিলো। সেই সব পরিবারে সরকারের পাশাপাশি গাজী পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে। তারাব পৌরবাসীর পাশে থেকেছেন মেয়র হাছিনা গাজী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান তারাব পৌর এলাকায় ছিলেন না। ছিলেন না তার শিষ্য তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। এবার যারা তারাব পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন তাদের অনেকেই করোনাকালীন সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা যায়নি। কিন্তু পৌরবাসীকে ছেড়ে কোথাও চলে যাননি রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী। তার ছেলের অপারেশন হয়েছে তাকেও দেখতে যাননি। মেয়রের বয়স ষাটের বেশি তারপরও তিনি করোনার সময় প্রতি বৃহস্পতিবার,শুক্রবার ,শনিবার পৌরবাসীকে সময় দিয়ে যাচ্ছেন। তাদের খোজ খবর নিয়েছেন । যার বাড়িতে খাবার ছিলো না তার বাড়িতে খাবার পৌছে দিয়েছেন মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে। গত ২৯ এপ্রিল কাঞ্চনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে করোনাভাইরাস পরীক্ষার জন্য গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। তারাব পৌরবাসীর বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ, মৃত দেহের সৎকার , জীবাণুনাশক পানি ছিটানো, সতর্কতামূল প্রচারণা এসব করেছেন হাছিনা গাজী। দেশের এই দুর্যোগকালে তারাব পৌরসভার অনুকুলে ১০ লাখ টাকার আর্থিক অনুদান, জীবাণুনাশক টানেল, পিপিই ,হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। যা বিতরণ করেছেন মেয়র হাছিনা গাজী। এবারের নির্বাচনে তারাব পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। ইতোমধ্যে তৃণমূল আওয়ামী লীগ হাছিনা গাজীকে সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছেন। তার নাম আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ দিন ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। তারাব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন।