সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কয়েমপুর ফকির নিটওয়্যারস লিমিটেড এর ৩০০ শ্রমিককে তাদের কর্মস্থলের আইডি কার্ড নিয়ে হাতে একটি নোটিস দিয়ে ছাটাই করে দেয়া হয়। রবিবার সকাল ১১ টায় কয়েমপুর থেকে ছাটাইকৃত ৩শত শ্রমিক বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ফকির নিটওয়্যারস লিমিটেড এর সামনে এসে বিক্ষোভ করে। এরপর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আইনুল ইসলাম আসলে পুলিশ ও গনমাধ্যম কর্মীদের হস্তক্ষেপে ছাটাইকৃত ৩০০ শ্রমিককে পূর্নবহাল করা হয়।