আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরস্কার পেলেন আড়াইহাজার থানার ওসি

‘জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ’ নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে একুশে ম্মৃতি সম্মাননা-২০২০ পুরস্কার পেয়েছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।  স্থানীয় আইনশৃঙ্খলা উন্নয়ন ও বিভিন্ন মানবিক কর্মকান্ডে অংশ নিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায়  তাকে এ পুরস্কার দেয় সংগঠনটি।

এদিকে পুরস্কার পাওয়ায় আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামকে শুক্রবার অভিনন্দন জানিয়েছে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব। সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া বলেন, ওসি নজরুল ইসলাম ২০১৯ সালের ২১ মে আড়াইহাজার থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর এ পর্যন্ত অতীতের যে কোনো সময়ের চেয়ে আড়াইহাজার থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়ন হয়েছে।

সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বর্তমানে থানায় দালালচক্রের কোনো উৎপাত নেই। এখন থানার পরিবেশ ভালো। তার অধীনস্থ পুলিশ সদস্যরাও তার প্রতি সন্তোষ রয়েছে।