আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পারভীন ওসমানকে ফুলের শুভেচ্ছা

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মরহুম নাসিক ওসমানের সহধর্মীনি পারভীন ওসমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ বাসভবনে তাকে এ ফুলের শুভেচ্ছা জানায়, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মেমরিয়াল ক্রিকেট একাডেমী, জাতীয় ছাত্রসমাজ জেলা, মহানগর ও বন্দর উপজেলা শাখা, খানপুর মেট্রাহল বাসস্ট্যান্ড শ্রমিক কমিটি (৩৮১০) কমিটি, বরফকল ট্রাক, ট্যাংকলরী, কভারভ্যান শ্রমিক কমিটি, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন (রেজি:নং ১০১৬) কমিটি, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, মহিলা পার্টির সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার, বন্ধন বাসের পরিচালক ঝুমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান দুস্থ কল্যান সংস্থার সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় ছাত্রসমাজ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, সাধারন সম্পাদক রবিউল আউয়াল, মহানগর শাখার সভাপতি শাহ্ আলম সবুজ, সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহ্, বন্দর উপজেলা শাখার সভাপতি নয়ন সরদার, সাধারন সম্পাদক পারভেজ আহমেদ প্রমূখ।