নবকুমার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে ।পাবনা জেলার মোট ৬৬৭ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। পাবনার ৫ টি সংসদীয় আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভরাডুরি হয়েছে ধানের শীষের প্রার্থীদের। পাবনার একটি আসনেও বিএনপি- জামায়াত জয় লাভ করতে পারে নাই।
পাবনা ১ (বেড়া-সাথিয়া) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু পরাজিত করেছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ কে। এড .শামসুল হক টুকু পেয়েছেন নৌকা প্রতীকে
২,৮২,৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীয় অধ্যাপক আবু সাইয়িদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫,৩৯১ ভোট। টানা তৃতীয় বারের মত এড.শামসুল হক টুকু এমপি নির্বাচিত হয়েছেন। তিনি হ্যাট্রিক করেছেন।
পাবনা ২ আসনে (সুজানগর) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আহমেদ ফিরোজ কবির পরাজিত করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সেলিম রেজা হাবিব কে। ফিরোজ কবির নৌকা প্রতীকে পেয়েছেন ২,৪২,৬৮১ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৩৮৩ ভোট।
পাবনা ৩ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মকবুল হোসেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কে. এম আনোয়ারুল ইসলাম কে পরাজিত করেছেন। মকবুল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩,১৯,৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬৮২০ ভোট। মকবুল হোসেন হ্যাট্রিক করেছেন।
পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর শরীফ ডিলু বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান কে পরাজিত করেছেন। তিনি টানা চতুর্থ বারের মত এমপি হয়েছেন। শামসুর রহমান শরিফ ডিলু নৌকা প্রতীকে পেয়েছেন ২,৪৭,৯৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৩৮৩ ভোট।
পাবনা ৫ (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত জামায়াতের ইকবাল হোসেন কে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি হ্যাট্রিক করেছেন। গোলাম ফারুক প্রিন্স নৌকা প্রতীকে পেয়েছেন ২,১২,৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩,৫৫১ ভোট।
জানা গেছে আওয়ামীলীগের দক্ষ নেতৃত্বের ফলে পাবনার ৫ টি আসনে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ের মাসে মহা বিজয় অর্জন করেছেন।