নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার শিবু মার্কেটে অবস্থিত রপ্তানিমুখি পলমল গার্মেন্টস এর সরবরাহকৃত পানি পান করে ১০ থেকে ১২ জন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ শ্রমিকদের শহরের খানপুর ৩ শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি অসুস্থ শ্রমিকেরা হচ্ছেন, মরিয়ম (২০), শামসুন্নাহার (২৫), রীনা (৩৫), হনুফা (২২), রাবেয়া (২৭), রীনা-২ (৪৫) ও নাজমা (৩০)। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পরেছে।
খানপুর হাসপাতালে অসুস্থ শ্রমিক মরিয়ম (২০) গণমাধ্যমকর্মীদের জানান, সকাল ৮টার দিকে আমরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেই। এরপর বেলা ১০টার দিকে পানি খাওয়ার একটু পরে আমার বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যথা শুরু হয়। এসময় পুরো কারখানায় রটে যায় কারখানার পানি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে। ঘটনার ধারাবাহিকতায় আমার সহকর্মী নারী শ্রমিকেরাও অসুস্থ হয়ে যায়।
পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন ফ্লোর থেকে পানি পান করা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদের রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে খানপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
খানপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সহকারীরা জানান, রোগীরা কোন বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছেন বলে মনে হচ্ছে না। গরম অথবা আতঙ্কে রোগীদের ভেতর ঘটনাটি ছড়িয়ে পড়েছে।
হাসপাতালে উপস্থিত পলমল গার্মেন্টসের মালিক পক্ষের প্রতিনিধি আজাদ কবির জানান, পানিতে কোন সমস্যা নেই। মূল ঘটনা হচ্ছে ভেতরে গরমে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছে। পানির ঘটনা রটে যাওয়ায় বাকিরা যারা পানি পান করেছে তারাও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থ সবাইকে কর্তৃপক্ষ থেকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে অনেক শ্রমিকদের পরিবারের হস্তক্ষেপে ছেড়ে দেয়া হয়েছে।