নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ পাগলা বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন অনৈতিক ভাবে অবৈধ পন্থায় একটি কুচক্রি মহল প্রতিনিয়ত নিরীহ দোকানদারদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা উত্তোলনের ঘটনায় পাগলা বাজার এলাকার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
ভুক্তিভোগী দোকান ব্যবসায়ীরা জানায়, একটি প্রভাবশালী মহলের ইন্দনে অত্র এলাকার সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অত্র এলাকার বাজার ও আশপাশ এলাকায় জোর পূর্বক চাঁদা উত্তোলন করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে।
অপর দিকে একটি মহল এ সকল অভিযোগের প্রেক্ষিতে একটি প্রতিষ্ঠানকে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তি বিশেষদের সামাজিক ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। তারা অত্র এলাকার ঘটনার বিষয়ে একটি হিউমার ছড়াচ্ছে যে, এ সকল ঘটনাগুলো পাগলাবাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক টেনু গাজী এবং বাচ্চুদ্বয় এ সকল বিষয়গুলো আতাত করে পরিচালনা করছে এবং চাঁদাবাজির টাকা একের অপরের সাথে ভাগবাটোয়ারা করে আসছে দীর্ঘদিন ধরে।
এ অভিযোগের বিষয়ে পাগলাবাজার এলাকার বহুমুখী সমবায় সমিতির সভাপতি টেনু গাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি দীর্ঘ ৯ বছর যাবৎ পাগলা বাজার সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমার বিরুদ্ধে যে সকল চাঁদাবাজির অভিযোগ রয়েছে এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
প্রতি বছরের ন্যায় পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবং আমাদের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকেন বিধায় একটি মহল তার আসাটাকে কেন্দ্র করে আমাদের ও আমাদের সমিতির সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার করছে।
সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া জানান, আমাদের বাজারের চারপাশে রাস্তার পরিচ্ছন্ন রাখার জন্য কয়েকজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা হয়েছে।
আর এ সকল পরিচ্ছন্ন কর্মীদের বেতন বাবদ কিছু টাকা স্থানীয় দোকানদারদের কাছ থেকে উত্তোলন করা হয়। কিন্তু কুচক্রী মহলের ব্যক্তিরা বলছে চাঁদাবাজি। তারা আমাদের সম্মান হানী করার জন্য এ সকল মিথ্যা অপবাদ প্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।