আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাইকপাড়ায় সাখাওয়াতের ত্রাণ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়ায় অসহায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান। শুক্রবার (১৫ মে) সকালে করোনা ভাইরাসে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

নারায়ণগঞ্জ মহিলা দল নেত্রী ডলি আকতারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, পরিবহন শ্রমিকদল নেতা মানিক মিয়া প্রমূখ।

এ সময় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পরা করোনা ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে জিততে হলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যকেও নিরাপদে রাখতে হবে। আমরা সবাই বেশী বেশী করে আল্লাহকে ডাকবো,  ঘরে বসে ইবাদত বন্দেগী করবো। নিশ্চয়ই আল্লাহর রহমতে আমরা এই গজব থেকে মুক্তি পাবো।

নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানিয়ে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিপদের দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকতেহবে। সকলে মিলেমিশে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে আগামী দিনের লক্ষ্যে এগিয়ে চলতে হবে।