সংবাদচর্চা রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। রোববার সকাল রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন। এসময় মেয়র হাছিনা গাজী বলেন, ভোটের পরিবেশ ভালো। নৌকা জিতবে। জনগণ ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ ১ আসনে নৌকা প্রতীকে লড়ছেন বর্তমান এমপি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি সকালে ভোট দিয়েছেন রূপসী নিউ মডেল হাইস্কুলে। এবার রূপগঞ্জ আসনে লড়ছেন ৯ জন প্রাথী। তার মধ্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জয়ের ব্যাপারে এগিয়ে আছেন।