বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এড. তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার বিকেলে রায় ঘোষণার পর বিক্ষোভ মিছিলে বিএনপির অন্য আইনজীবীরাও অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি এনেক্স ভবন থেকে শুরু হয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এড তৈমূর আলম খন্দকার। এ সময় বিক্ষোভ মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। আরো পড়ুন: ওরস্যালাইন কমিটি দিয়ে দলকে দুর্বল করবেন না: খোরশেদ