আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনা রোগী ১ হাজার ছাড়াল, মৃত্যু আরও ৪

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে অদৃশ্য দানব করোনাভাইরাসের থাবা কমছে না।  প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা নারায়ণগঞ্জে ১ হাজার ছাড়িয়েছে। শনিবার  (২ মে) নতুন করে আরও ৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১ জন। একই সঙ্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে নারায়ণগঞ্জে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জন। শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুস্থ হয়েছেন ৪২ জন।

নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে করোনাভাইরাস শনাক্ত হয়েছে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৬১৭  জন, আড়াইহাজারে ২৭ জন  , বন্দরে ২২ জন , সদর ২৯০  জন , সোনারগাঁ ৩২ জন ।  তবে রূপগঞ্জ ১৯ জন শনাক্ত হয়েছে  । মৃত্যুবরণ করেছে নাসিক এলাকায়  ৩২ জন ,বন্দরে ১ জন, রূপগঞ্জে ২ জন, সদরে ১০ জন, সোনারগাঁ ২ জন।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। কিছু গার্মেন্টস চালু করা হয়েছে। বন্ধ রয়েছে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু জনগণ সামাজিক দূরত্ব মানছে না। নানা অজুহাতে তারা ঘর থেকে বাইরে অবস্থান করছে। বাড়ছে খাদ্য সংকট। সরকার এবং সমাজের বিত্তবানরা কর্মহীন এবং দরিদ্রদের পাশে এসে দাঁড়িয়েছে। তারপরও কমছে না খাদ্য সংকট। শ্রমিক অসন্তোস বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত অর্থায়নে  গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে “গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব” উদ্বোধন করা হয়েছে।